রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পৃথক দুটি অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. তুষার হোসেন (২৮) ও মো. নুর আলী (২৮)।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরএমপি জানায়, বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুষার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তুষার কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে। তার বিরুদ্ধে ওই থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে।
একই দিন দিবাগত রাত পৌণে ১টার দিকে বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে আরেকটি দল খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নুর আলীকে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে। তবে অভিযানের সময় তার সহযোগী রাজিব (২৮) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, নুর আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় চারটি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

