স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ নিরপেক্ষ। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে পারেন না। তাদের দায়িত্ব মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ভোট দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত জনগণের। তবে গণভোটের ক্ষেত্রে সরকার চায় সবাই মিলে ‘হ্যাঁ’ ভোট দিক।
রোববার দুপুরে রাজশাহী কলেজে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’ নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে। সেখানে একটি কাটা চিহ্ন এবং একটি তীর চিহ্ন থাকবে। ভোটারদের তীর চিহ্নে সিল দিতে হবে। একই সঙ্গে একটি গণভোট এবং একটি সংসদীয় ভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ধৈর্য ধরে গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষকে বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রশ্ন না করে, বাংলাদেশ আমরা কেমন করে রেখে গেলাম। এটি তাদের জন্য জাহান্নাম হবে, নাকি বেহেশত হবে।
নূরজাহান বেগম আরও বলেন, আমরা আর কোনো রক্তপাত চাই না। নতুন করে কোনো আন্দোলনও চাই না। কোনো মা যেন তার সন্তানকে না হারায়। দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ওয়ার্কার রয়েছেন। শিক্ষা কর্মকর্তা, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, কৃষি কর্মকর্তাসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে জনগণের কাছে এসব বার্তা পৌঁছে দেবেন।
কর্মসূচিতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

