
ত্রাণ সংগ্রহ করতে বিএনপির ৮ সদস্যের কমিটি
ন্যাশনাল ডেস্ক:
বন্যার্তদের সহায়তায় ৮ সদস্যের ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি।
শনিবার (২৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী ও ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে।
দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়ার করার জন্য একান্ত অনুরোধ করা হচ্ছে।