
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে ডাক পাননি যারা
ন্যাশনাল ডেস্ক:
দায়িত্ব নেওয়ার চার সপ্তাহ পর ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।নির্বাচন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে তার এই মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফায়।
সরকারপ্রধানের কার্যালয় যমুনায় আজ শনিবার বিকেল ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। তবে প্রথম দফায় গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করায় এবার তাদের ডাকা হয়নি।
আমন্ত্রণ পেল না যারা: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির ১৪ দলীয় জোটের শরিকরা আমন্ত্রণ পায়নি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাম গণতান্ত্রিক জোটও আমন্ত্রণ পায়নি।
ডাক পেল যারা: প্রায় সব ইস্যুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সমর্থন দেওয়া জাতীয় পার্টি (জাপা) ডাক পেয়েছে। এছাড়াও খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম ও জাতীয় পার্টি ডাক পেয়েছে।