
জামায়াতকে সমর্থন করার কারণে হুমকি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের ১নং সাধু হাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল ইসলাম এর ছেলে আশিকুর রহমান আবুল কালাম আজাদ নামের এক জামায়াত সমর্থকে মোবাইল ম্যাসেঞ্জারে হুমকি দেওয়ার স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ, তাঁর নিজের আইডিতে পোষ্ট করে জানিয়েছেন।
এঘটনায় সোশ্যাল মিডিয়ায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকে।
আবুল কালাম আজাদ জানান,বিএনপি নেতা শরিফুল ইসলাম কিছু দিন আগে বাংলাদেশ জামায়াত ইসলাম করা যাবে না বলে মন্তব্য করেছিলেন,যা তিনি পোষ্ট করলে ক্ষিপ্ত হন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই,সবকিছু দখলে নিয়ে হুমকি ধামকি দিতে থাকে বিএনপি সমর্থকেরা
যা প্রতিরোধ করতে জেলা বিএনপির সভাপতি এ্যাড এমএ মজিদ দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দেন।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, প্রতিশোধ পরায়ন রাজনীতি বন্ধ করতে হবে।
জনগণ ঠিক করবে তারা কাকে ক্ষমতায় বসাবে।
আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনও চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই।