October 8, 2025, 12:37 pm
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর ভিসি হতে মরিয়া: উত্তেজিত ক্যাম্পাস
178 Time View
Thursday, September 5, 2024

নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর ভিসি হতে মরিয়া: উত্তেজিত ক্যাম্পাস

কুষ্টিয়া প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার ভিসি হওয়ার তদবির শুরু করেছেন ২০০৪-২০০৫ সালে নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর। কুষ্টিয়ার ইবিতে এ কথা এখন জনে জনে। ইবির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা জানান, বিতর্কিত কর্মকান্ডের জন্য তৎকালীন সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর ড. আলী নুরের অফিস কক্ষে আগুন ধরিয়ে দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে। জানা যায়, আলী নুর এক্ষেত্রে হাতিয়ার হিসেবে সর্বক্ষেত্রে ব্যবহার করেন তখনকার ইবি ছাত্রদলের সভাপতি মমিনুর রহমানকে।

শুধু তাই নয়, সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রক্টর আলীনুর ও তার অপকর্মের সহযোগী মমিন কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

যা নিয়ে তৎকালীন সময়ে তাদের বিতর্কিত আলীনুরের কর্মকান্ড নিয়ে নিয়মিত ভাবে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

সরজমিনে গিয়ে ভুক্তভোগীসহ বিভিন্ন জনের সাথে কথা বলেও মেলে আলীনুরের নিয়োগ বাণিজ্যের সত্যতা। জানা যায়, আলীনুর ও মমিন চাকরি দেওয়ার নাম করে কীভাবে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পরবর্তীতে চাকরি নামক সোনার হরিণ না পেয়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়, এতেও প্রতিকার না হলে আলীনুর ও মমিনকে ইবিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে ড. আলীনুরের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি। তৎকালীন কয়েকজন শিক্ষার্থী জানান, একদিকে প্রক্টর পদ অন্যদিকে সিন্ডিকেট মেম্বার। এই দুই পদ কাজে লাগিয়ে নিয়োগ বাণিজ্য করে ”আঙুল ফুলে কলা গাছ” বনে যান ড. আলীনুর। মেতে ওঠেন নিয়োগ বাণিজ্যের রমরমা কর্মকাণ্ডে। ইবির প্রাক্তন শিক্ষার্থীরা বলেন; বিশ্ববিদ্যালয়টির প্রতিটা ইট-পাথরও যেন আজ আলীনুরের অপকর্মের রাজ সাক্ষী।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সুত্র জানায়, স্বৈরাচার সরকারের মসনদ গণঅভ্যুত্থানে ভেঙে তছনছ হওয়ার পরপরই গর্ত থেকে উঠেই ডানা মেলতে শুরু করেন ড. আলীনুর ও তার অপকর্মের বিশ্বস্ত দোসররা। যারা আঁতাত করে পিঠ বাঁচিয়েছিলেন আওয়ামী লীগের আমলে। অবাঞ্ছিত হওয়া নিয়োগ বাণিজ্যের মূল কারিগর আলীনুর এবার ইবির ভিসি হওয়ার জন্য মাথাচাড়া দিয়ে উঠেছেন বলেও জানায় ইবির ওই সূত্রগুলো। এমনকি যেকোনো শর্তে বিপুল অঙ্কের বিনিময়ে হলেও ভিসি হওয়ার তদবির করছেন বলেও জানায় সূত্র।

তবে, ইবির একাধিক সূত্র বলছে আলীনুর ভিসি হলে অস্থিতিশীল হতে পারে ক্যাম্পাস। এদিকে, এসব অভিযোগের বিষয়ে ড. আলীনুরের সাথে যোগাযোগ করলে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category