শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী মহানগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-মামুনের ইন্তেকাল পুলিশের তালিকাভুক্ত মাদকের গডফাদারকে নিয়ে রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী’র প্রচারণা রাজশাহীতে নিখোঁজের চার দিন পর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার ঢাকায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা: ২১ লাখ ভবন ঝুঁকিতে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট শেখ হাসিনার রায় ঐতিহাসিক -অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড বিশেষ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে কড়া নিরাপত্তা: রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষাবৃত্তি বিতরণ শুরু, দরিদ্র ও মেধাবীদের পাশে সিটি প্রশাসন পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা, ভোট দিতে প্রস্তুত জনগণ : অধ্যাপক আবুল কালাম
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাবার দেওয়া নামটিই একমাত্র অবলম্বন মাসুমার
/ ১৯৭ Time View
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন

বাবার দেওয়া নামটিই একমাত্র অবলম্বন মাসুমার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মাসুদ গত ৩ সেপ্টম্বর ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছিলেন । সেই দিনেই হাসপাতালে স্বজনদের আলোচনা করে নিজের নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছিলেন মাসুমা আখতার। আগামী ১৫ সেপ্টেম্বর কন্যার আকিকা দিয়ে সেই নাম অনুষ্ঠানিক ভাবে জানানোর কথা ছিলো। বাবার মৃত্যুর পর বাবার দেয়া নামই যেন এখন একমাত্র অবলম্বল মাসুমার।

 

গত শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলার ঘটনা ঘটে। পরে রাতেই তার মৃত্যু হয়। মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসের হাট এলাকায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকাবহ পরিবেশ। এলাকার অনেকেই মেনে নিতে পারছেন না মাসুদের ওপর ঘটে যাওয়া এ নির্মমতা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান ও দোষিদের শাস্তি চান।

স্বামীকে হারিয়ে শোকে বাকরুদ্ধ মাসুদের স্ত্রী বিউটি আরা। বললেন স্বামীর রেখে যাওয়া এক মাত্র অবলম্বন মেয়েকে বড় করবেন, তার পাশে যেন সবাই দাঁড়ায়, এটায় তার চাওয়া। কোন রাজনৈতিক দল কিংবা কোন রাজনৈতিক নেতা সহযোগিতার বিষয়ে যোগাযোগ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সরকারি বা রাজনৈতিক কোন নেতা কেউ যোগাযোগ করেনি। তবে অনেকে ফেসবুকে নাম্বার পেয়ে, ফোন দিয়ে সান্তনা দিচ্ছেন, পাশে থাকার কথা বলছেন। তবে তাদের পরিচয় আমি জানি না।

যেদিন মাসুদের উপর হামলা হয়, সেদিন মাসুদ ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলো। সর্বশেষ স্বামীর সাথে মোবাইলে সন্ধ্যা সাতটার দিকে কথা হয় বিউটির। এসময় মাসুদ তাকে বলছিলো তিনি চা খাচ্ছেন ঔষদ নিয়ে ১০ মিনিটের মধ্যেই বাড়ি ফিরবেন। এর ঘন্টাখানের পর আবারো যখন মাসুদের মোবাইলে ফোন দেন বিউটি তখন ফোন বন্ধ পান। এরপর একাধিকবার ফোন করেছিলেন, পরে রাত সাড়ে ১১টার দিকে স্বামীর মৃত্যুর সংবাদ পান।

 

মামলা করা নিয়েও খুব বেশি আগ্রহ নেই মাসুদের পরিবারে। মাসুদের স্ত্রী বিউটি আরা বলেন, ‘থানা থেকে তাকে ফোন দেওয়া হয়েছিলো, তিনি বলেছেন মাসুদের বড় ভাই আছেন, তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। যদিও মাসুদের বড় ভাই আয়েতুল্লাহ বেহেস্তী বলেন, ‘মামলা করে যে বিচার পাব, সেই পরিস্থিতিও নাই। রাজশাহী যে যাব, খুব বেশি ভরসা পাচ্ছি না। দেখি কি করি।’

 

ছেলের হত্যার বিচার চান মাসুদের মা তাসেনুর বেগম। তিনি জানান, তার ছেলে ১৪ সাল থেকে পঙ্গু, তিনি প্রশ্ন করেন কিভাবে একটা মৃত মানুষকে আবারও মারে, আমি এর সুষ্ঠ বিচার চাই। তিনি বলেন তার সংসার চালাত মাসুদই। এখন সংসার কিভাবে চলবে। ১০ টাকা হলেও মাসুদই দিয়ে সংসারটা চালাত, এখন কে আমার সংসারটা চালাবে। ফুটফুটে নাতনি হয়েছিলো একটা সু-সংবাদ পাওয়ার পর পরই এত নির্মম, মানুষের শরিরে কি একটুকু রক্ত-মাংস নাই।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category