রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। তিন ধাপে C, A ও B ইউনিটের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও সময়সূচির বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, C ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৬ জানুয়ারি, A ইউনিটের পরীক্ষা ১৭ জানুয়ারি এবং B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। C ও A ইউনিটের পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। B ইউনিটের পরীক্ষা হবে এক শিফটে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।
এবার প্রথম বর্ষে মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ১৭টি। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে A ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, B ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং C ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী রয়েছেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুটি ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহন ও হল প্রশাসনের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

