পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া উপজেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, আমঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী এবং ঘুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার।
অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত ৬ জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষকসহ মোট ১১ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুঠিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

