সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৪১)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার লিগমপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার্থী মো. আমির হামজা (রোল নম্বর ৪৪১৪৮০০) মোবাইল ফোনে এসএমএস দেখে উত্তর লিখছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কক্ষ পরিদর্শক তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় পরীক্ষার্থী স্বীকার করেন, তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৩৪২৬১৫১৯২-এ ০১৩৩৬৫৩৩৫১৯ নম্বর থেকে পাঠানো এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর পেয়েছেন। কক্ষ পরিদর্শক এসএমএসের সঙ্গে উত্তরপত্র মিলিয়ে বিষয়টির সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধিকে অবহিত করেন। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থী জানান, অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তিনি পরীক্ষায় অংশ নেন। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহমেদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় The Public Examination (Offences) Act-1980 এর ৪/৯/১৩ ধারায় মামলা রুজু করেন।
মামলার তদন্তের একপর্যায়ে র্যাব-৫, সিপিসি-৩ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানার লিগমপুর এলাকা থেকে অভিযুক্ত মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

