
যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় বিশ্ববিদ্যালয়টির পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ
ন্যাশনাল ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় বিশ্ববিদ্যালয়টির পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ (২৪) এবং ভূগোলের আল হোসেন সাজ্জাদ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ঢাবির ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ পিটুনিতে মারা যান তোফাজ্জল হোসেন। গতকাল বুধবার দিবাগত রাতে হলে তাকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ ঘটনায় আজ শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগটি করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।