
রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।
ন্যাশনাল ডেক্স:
সরকারি চাকরিতে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও আন্দোলনকারীরা আলোচনায় বসছে না। তারা বলছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রীর পক্ষে সংলাপের আহ্বান আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আন্দোলনের সমন্বয়করা একথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেঈমানী করার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়।
ফেসবুক পোস্টে তিনি বলেন, রক্তের উপর চেয়ার টেবিল বসিয়ে চা খাওয়ার মতো ধৃষ্টতা দেখাতে পারবো না। শুরুতে আমরাই বারবার সংলাপ চাচ্ছিলাম। খুন করে সেই পথ অবরুদ্ধ করেছে সরকার। সকল বাহিনীকে নিরস্ত্র করুন, খুনগুলোর জন্য দায়ী সর্বোচ্চ দায়িত্বশীলকে শাস্তির আওতায় আনুন, ক্যাম্পাসগুলো আমাদের হাতে ফিরিয়ে দিন। নিরস্ত্র অবস্থায় যাদের শহীদ করেছেন তাদের রক্তের মূল্য পরিশোধ করা ছাড়া কোন সংলাপ অসম্ভব। সারাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান করছি লড়াই চালিয়ে যাবার, প্রতিরোধ জারি রাখার।
বারবার, প্রতিবার হেরে যেতে পারে না বাংলাদেশ।
আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেন, রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।
অপর সমন্বয়ক সারজিস আলম প্রশ্ন রেখে বলেন, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে?