
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামী ছাত্রশিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে। কমিটিতে সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মার্কেটিং বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইব্রাহিম। নাহিদুল ২০১৬-১৭ ও ইব্রাহিম শিক্ষাবর্ষের ২০১৫-১৬ ছাত্র।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির বিষয়টি জানানো হয়। একই বিবৃতিতে ২৪ দফা দাবির কথাও উল্লেখ করা হয়েছে। দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো, স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সমাবর্তন দেওয়া, ক্যানটিনের খাবারের মান বাড়ানো ইত্যাদি।
কমিটির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ১৭ সদস্যের কমিটি রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। বাকি সদস্যদের নাম ধীরে ধীরে প্রকাশ করা হবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী ও প্রশাসনের চাহিদার ভিত্তিতে আমাদের ছাত্ররাজনীতি অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আমরা সেই আলোকেই কাজ করতে চাই।’
‘আমরা ব্যানারভিত্তিক শোডাউন, মিছিল, মিটিং আপাতত করব না। আমরা শিক্ষার্থীদের পছন্দনীয় যে কাজগুলো রয়েছে, তাঁদের যে দাবিদাওয়া রয়েছে, সেগুলো পূরণ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য যে কাজগুলো রয়েছে, সেগুলো করব।’, যোগ করেন মুহাম্মদ ইব্রাহিম।