শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী মহানগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-মামুনের ইন্তেকাল পুলিশের তালিকাভুক্ত মাদকের গডফাদারকে নিয়ে রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী’র প্রচারণা রাজশাহীতে নিখোঁজের চার দিন পর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার ঢাকায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা: ২১ লাখ ভবন ঝুঁকিতে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট শেখ হাসিনার রায় ঐতিহাসিক -অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড বিশেষ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে কড়া নিরাপত্তা: রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষাবৃত্তি বিতরণ শুরু, দরিদ্র ও মেধাবীদের পাশে সিটি প্রশাসন পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা, ভোট দিতে প্রস্তুত জনগণ : অধ্যাপক আবুল কালাম
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঢাকায় তীব্র শীত কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
/ ১৬৪ Time View
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

গত দুদিন রাজধানীতে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশায় আচ্ছন্ন নগরী।সেই সঙ্গে থেমে থেমে বইছে হিমেল হাওয়া। এতে রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীতের অনুভূতি। অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়াবিদেরা বলছেন মতে, কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় রাজধানীতে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান। এ কারণে বেড়েছে শীতের প্রকোপ। আরও তিন-চার দিন একই অবস্থা থাকতে পারে। তবে তাপমাত্রা আর কমবে না।

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষের বেশির ভাগ সময় চলে গেলেও রাজধানীতে এতদিন তেমন শীত পড়েনি। দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার মতো অবস্থা হলেও রাজধানীর অবস্থা ছিল অনেকটাই স্বাভাবিক। কিন্তু চলতি বছরের শুরুর দিনে বিকেল থেকেই রাজধানীতে কমতে থাকে তাপমাত্রা। এর সঙ্গে যুক্ত হয় হিমেল হাওয়া।

বছরের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল নগরী। সারা দিনেও দেখা মেলেনি সূর্যের। একই অবস্থা রয়েছে শুক্রবারও। সকাল থেকে যেন বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘরে-বাইরে সর্বত্র অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন শীতের কারণে মানুষ তেমন ঘরের বাইরে বের হয়নি। যারা ঘরের বাইরে বের হয়েছেন তারাও মোটা শীতবস্ত্র পরেছেন শীতের হাত থেকে রক্ষা পেতে। তারপরও যেন ঠান্ডার হাত থেকে রেহায় নেই।

হিমেল হাওয়ায় কাঁপুনি ধরে যাচ্ছে শরীরে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। পর্যাপ্ত শীতের পোশাক না থাকায় কনকনে ঠান্ডা নিয়েই কাটাতে হচ্ছে তাদের। কেউ কেউ আবার ঠান্ডার হাত থেকে বাঁচতে জ্বালাচ্ছেন আগুন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে ঢাকায় এত শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘শীতকালে তাপমাত্রা কমবে এটাই স্বাভাবিক। কিন্তু কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের তাপ না পড়ায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে। সাধারণত জানুয়ারি মাসে রাতের তাপমাত্রা কমে যায় এবং দিনের বেলা সূর্যের তাপের কারণে তাপমাত্রা বাড়ে। এ কারণে শীতের অনুভূতি এত বেশি হয় না। কিন্তু গত দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে থাকার কথা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে।’

তিনি আরও জানানা, ‘পুরো জানুয়ারি মাস ঠান্ডা থাকবে। তবে গত দুইদিন যে অবস্থা রয়েছে সেটি সোমবার-মঙ্গলবারের মধ্যে কেটে যাবে। তখন তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে এখন যে অবস্থা রয়েছে এর থেকে তাপমাত্রা আর কমবে না।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category