বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার! রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বাগদেবীর আরাধনায় সপ্তম বর্ষে বরানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাব বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ! গণভোট ও নির্বাচনে ভোটারদের সচেতনতায় বাংলাদেশ বেতারের কমিউনিটি ব্রডকাস্ট উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট এখনও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল ! রাজশাহীতে জননেতা মাদার বখশের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত পুলিশ জনগণের, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাগদেবীর আরাধনায় সপ্তম বর্ষে বরানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাব
/ ১৪ Time View
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ২:২২ পূর্বাহ্ন

কলকাতা থেকে শম্পা দাস: বাগদেবী সরস্বতীর আরাধনায় সপ্তম বর্ষে পদার্পণ করল বরানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাব। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছটায় বরানগরের বারুইপাড়া লেনের সংযোগস্থলে নয় নম্বর ওয়ার্ডে ক্লাবের উদ্যোগে ষষ্ঠতম সরস্বতী প্রতিমার শুভ সূচনা করা হয়।

নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের সার্বিক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। একটি মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে তিনি প্রদীপ প্রজ্বালন ও ফিতা কেটে প্রতিমার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক, উপ-পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, পৌর পারিষদ সদস্য অমর পাল, জয়ন্ত রায়, অঞ্জন পালসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ পাল, সুদীপ রাহা, যুগ্ম সম্পাদক দেবপ্রিয় পাল, সৈকত রায়, সৌরভ ঘোষ, মুখ্য সংগঠক গৌরব সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরী বিশ্বাস। এলাকার বহু মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমার শুভ সূচনার পর অতিথিদের উত্তরীয়, ব্যাজ, পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। সরস্বতী পূজা উপলক্ষে চার দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী প্রিয়াঙ্কাসহ অন্যান্য শিল্পীরা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় অনুষ্ঠান শুরু হবে। পাশাপাশি ভোগ বিতরণ ও ভোগের বিশেষ আয়োজন থাকছে।

উপস্থিত অতিথিরা বলেন, সরস্বতী পূজা উপলক্ষে সারা দেশেই বাড়ি, ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উৎসবমুখর হয়ে ওঠে। সকাল থেকেই নতুন সাজে সেজে ওঠে শিক্ষার্থীরা ও অভিভাবকেরা। তবে বরানগরের নয় নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানগুলো বরাবরই আলাদা মাত্রা যোগ করে। কাউন্সিলর রামকৃষ্ণ পালের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত আয়োজিত হয়। এ বছর বরানগরে একটি ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পূজাকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করা হয়। সকালে পুষ্পাঞ্জলি দিতে ক্লাব প্রাঙ্গণে ভিড় জমায় ভক্তরা। বরানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাবের পাশাপাশি এলাকার অন্যান্য ক্লাবেও সরস্বতী পূজার শুভ সূচনা হয়েছে। এই কয়েক দিন শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক সবাই মিলেই উৎসবে মেতে উঠবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category