কলকাতা থেকে শম্পা দাস: আর ডি এস সিনেমাটিক ও কে পি মুভিজের প্রযোজনায় নির্মিতব্য নতুন চলচ্চিত্র ‘অস্তরাগ’-এর শুটিং শুরু হয়েছে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গত শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় বেলগাছিয়ার রাজবাড়ী প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই ছবির শুটিং কার্যক্রমের সূচনা হয়।
ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ বিশ্বাস। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী দোলন রায়, শ্রীমা ভট্টাচার্যসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পী। শুটিং শুরুর দিন রাজবাড়ী প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘অস্তরাগ’ একটি শক্তিশালী ও আবেগঘন চলচ্চিত্র। ব্যক্তিগত স্মৃতি ও কঠোর সামাজিক বাস্তবতার মেলবন্ধনে ছবিটির গল্প আবর্তিত হয়েছে অবহেলিত ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। শোষণ, ক্ষমতা ও বেঁচে থাকার লড়াইয়ের বাস্তব চিত্র তুলে ধরাই এ ছবির মূল লক্ষ্য।
গল্পের একপর্যায়ে গবেষণার কাজে যুক্ত এক ব্যক্তির জীবন অপ্রত্যাশিত মোড় নেয়, যখন তিনি এমন এক নারীর মুখোমুখি হন, যার উপস্থিতি তার মনে গভীর ও বিস্মৃত স্মৃতি ফিরিয়ে আনে।
‘অস্তরাগ’-এ নারী পাচার ও পতিতালয়ে নারীদের বাধ্যতামূলক বন্দিজীবনের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে। বলপ্রয়োগ, সহিংসতা ও মর্যাদা হরণের কঠিন সত্যের পাশাপাশি ছবিটি প্রতিটি নারীর হৃদয়ে লুকিয়ে থাকা স্বাধীনতার নীরব আশার কথাও প্রকাশ করে।
ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র শেলি। চরিত্রটি একদিকে শক্তিশালী, অন্যদিকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত। বেঁচে থাকার প্রতিদিনের সংগ্রাম, নারীদের পারস্পরিক বন্ধন এবং অন্ধকার বাস্তবতার মাঝেও পাওয়া জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তার চরিত্রের মাধ্যমে ফুটে উঠবে।
পরিচালক অভিজিৎ বিশ্বাস জানান, ‘অস্তরাগ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। ব্যক্তিগত গল্পের ভেতর দিয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য।
ছবিটির কেন্দ্রে রয়েছে ক্ষতি, পুনরাবিষ্কার ও আশার গল্প। নির্মাতাদের প্রত্যাশা, চলচ্চিত্রটি দর্শকের সহানুভূতি জাগিয়ে তুলবে এবং সমাজে প্রয়োজনীয় আলোচনা ও সচেতনতার সুযোগ তৈরি করবে। নানা ঘাত-প্রতিঘাতে ভরা এই ছবি দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আর ডি এস সিনেমাটিক ও কে পি মুভিজ খুব শিগগিরই দর্শকদের জন্য একটি মানসম্মত ও চিন্তাশীল চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

