October 9, 2025, 2:37 am
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
মিয়ানমারে রোহিঙ্গারা কলার পাতা খেয়ে বেঁচে আছেন
139 Time View
Wednesday, August 21, 2024

মিয়ানমারে রোহিঙ্গারা কলার পাতা খেয়ে বেঁচে আছেন

ন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে খাবারসহ নানা সংকটে পড়েছেন রোহিঙ্গারা৷ রাজ্যের মংডু ও বুথিডং এলাকায় কয়েকমাস ধরে এই সংঘাত চলছে৷ ঐ দুই শহরের বেশিরভাগ মানুষ রোহিঙ্গা মুসলিম৷ তবে বৌদ্ধরাও সেখানে বাস করেন৷

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৫ আগস্ট সীমান্তের নাফ নদীর কাছে হামলায় নারী ও শিশুসহ ২০০ জন পর্যন্ত নিহত হয়েছেন৷ তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি৷

 

জার্মানির কোলন শহরের এশিয়া হাউস ফাউন্ডেশনের সহায়তায় জার্মানিতে বসবাসরত তিনজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেছে ডিডাব্লিউ৷ তারা কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন৷ তাদের সঙ্গে রাখাইনে থাকা পরিবারের সদস্যদের যোগাযোগ রয়েছে৷ তাদের মধ্যে একজন উমর ফারুক জানান, ৪ থেকে ৬ আগস্টের মধ্যে তিনি ১৭ জন আত্মীয়কে হারিয়েছেন৷ প্রাণে বেঁচে যাওয়া দুজন বাংলাদেশে চলে যেতে পেরেছেন বলেও জানান তিনি৷

 

মুহাম্মদ হুসেইন নামের আরেক রোহিঙ্গা জানান, রাখাইনে রোহিঙ্গাদের জোর করে নিয়োগ করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে৷ আর অবরোধের কারণে ত্রাণ সহায়তা না পৌঁছানোয় মানুষ বিপদে আছে৷

তিনি বলেন, মানুষকে রাস্তায় বাস করতে হচ্ছে৷ তাদের বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না, কিংবা তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে৷ পুরো কমিউনিটিতে ক্ষুধা ছড়িয়ে পড়েছে৷ বেশিরভাগ রোহিঙ্গা দিনে একবারের খাবারই জোগাড় করতে পারছেন না৷ তারা কলার পাতা ও অন্যকিছু খেয়ে বেঁচে আছেন৷

 

ফারুক, হুসেইন ও জয়নুল মুস্তফা নামে জার্মানিতে বাস করা আরেক রোহিঙ্গা জানান, তাদের বিশ্বাস ৫ আগস্টের হামলা ও সেখানকার বর্তমান পরিস্থিতির জন্য আরাকান আর্মি, এএ দায়ী৷ রাখাইনে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে এএ৷ রাখাইনে বাস করা বৌদ্ধদের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লিগ অফ আরাকানের (ইউএলএ) সশস্ত্র সংগঠন হচ্ছে এএ৷ এএ ও ইউএল-এর লক্ষ্য, রাখাইনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তোলা, যেখানে বৌদ্ধদের পাশাপাশি মুসলিমরাও থাকবেন৷

 

৭ আগস্ট এক বিবৃতিতে আরাকান আর্মি ৫ আগস্টের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷ বরং তাদের অভিযোগ, হামলার জন্য মিয়ানমারের সামরিক বাহিনী ও কয়েকটি সন্ত্রাসবাদী মুসলিম সশস্ত্র গোষ্ঠী দায়ী৷

 

বিবৃতিতে তিনটি রোহিঙ্গা গোষ্ঠীর নামও উল্লেখ করা হয়৷ এগুলো হলো আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশন আরএসও এবং আরাকান রোহিঙ্গা আর্মি এআরএ৷

 

বিভাজন ও শাসন নীতি ফ্রেঞ্চ স্কুল অফ দ্য ফার ইস্টের লেকচারার ইতিহাসবিদ জ্যাক লাইডার বলেন, রাখাইন শাসন করতে জান্তা সরকার বর্তমানে বিভাজন ও শাসন নীতি অনুসরণ করছে৷ যেমনটা ১৯৪৮ সাল থেকে করে আসছে মিয়ানমারের সামরিক বাহিনী৷ তারা কোনো এলাকা শাসন করতে সেই এলাকার বিভিন্ন এথনিক গোষ্ঠীর মধ্যে সংঘাত জিইয়ে রাখতো৷

 

লাইডার জানান, আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে জান্তা সরকার জোর করে রোহিঙ্গাদের নিয়োগ দিচ্ছে৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএম-এর সাবেক সমন্বয়ক পাউল গ্রিনিংস ২০২৩ সালের মার্চ মাসে প্রকাশিত এক প্রবন্ধে লিখেছিলেন, সামরিক বাহিনী আবারও রাখাইনে এথনিক কার্ড খেলছে৷

 

এদিকে, জার্মানিতে বসবাসরত জয়নুল মুস্তফা বলেন, রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমারের সামরিক বাহিনীর মতো, কিংবা তার চেয়েও খারাপ৷ তারা রাখাইন থেকে রোহিঙ্গাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি৷ তবে মুস্তফার এই মন্তব্যের সঙ্গে একমত নন ফ্রেঞ্চ স্কুল অফ দ্য ফার ইস্টের লেকচারার লাইডার৷ রাখাইনের অন্য যেসব অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে সেখানে রাখাইনদের সঙ্গে মুসলিম সংখ্যালঘুরা ভালোভাবে বসবাস করছেন বলে জানান তিনি৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category