
কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৩ খুন
ন্যাশনাল ডেস্ক:
কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর বনশ্রী, পাটেরবাগ ও বাসাবো এলাকায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এই ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
এদের মধ্যে বনশ্রীর খাল থেকে মাহফুজুর রহমান বিপ্লব (৪৫), কদমতলী পাটেরব্যাগ এলাকার রাস্তা থেকে গলা কাটা অবস্থায় মাহবুব (২৫) এবং খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢাল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় বাসু মিয়া ইউসুফের (৪০) লাশ উদ্ধার করা হয়।
ডেমরা রাজাখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানান, মাহফুজুর রহমানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামে। তার বাবার নাম মৃত শামসুল আলম। ঈশ্বরগঞ্জে চায়না প্রজেক্টে কাজ করতেন তিনি।
থাকতেন রামপুরা বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়িতে। গত ২৯ আগস্ট সকাল থেকে মাহফুজুর নিখোঁজ ছিলেন। ৩০ আগস্ট রাতে খিলগাঁও থানায় তার স্ত্রী নুরজাহান মিল্কি নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন।
আজ সকালে স্বজনরা খিলগাঁও থানাধীন বসুতি মা ও শিশু হাসপাতালের অপর পাশের খালে বাঁশের ব্রিজের নিচে পানিতে ভাসমান লাশ শনাক্ত করেন। তার মাথার পিছনে একটি জখমের চিহ্ন দেখা গেছে। এছাড়া শরীর কিছুটা পচে ফুলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
নিহত মাহফুজুরের বড় ভাই মাহবুবুল আলম জুয়েল জানান, ১৬-১৭ বছর আগে বিয়ে করেন মাহফুজ। তার কোনো সন্তান নেই। ২৯ তারিখ সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
আজ সকালে লোক মারফত খবর পাই, খিলগাঁও বনশ্রী এলকার খালে একটি মরদেহ ভাসছে। সেখানে গিয়ে ছোট ভাইয়ের লাশ শনাক্ত করি। তবে কারা তাকে খুন করতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
কদমতলীতে নিহত মাহবুবের মামা হাবিবুর রহমান জানান, মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি। তার বাবার নাম হাসান আলী। স্ত্রী আখি আক্তার ও এক ছেলেকে নিয়ে থাকতেন যাত্রাবাড়ীর শনির আখড়ায়। কুমিল্লার দাউদকান্দিতে একটি কারখানায় দিনমজুরের কাজ করেন মাহবুব।
গতকাল শুক্রবার দুপুরে বাসা থেকে নিজের মোটরসাইকেলে বন্ধু জাকিরকে নিয়ে বের হন তিনি। আজ সকালে স্বজনরা খবর পান কদমতলীর পাটেরবাগ মিনাবাগ ১ নম্বর গলির মাথায় মাহবুবের গলা কাটা লাশ পড়ে আছে। কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে ধারণা দিতে না পারলেও নিহতের বন্ধু জাকিরকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
এ বিষয়ে কদমতলী থানার এসআই মো. আজাহার হোসেন জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মিনাবাগ এলাকার রাস্তা থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত দুষ্কৃতকারী তাকে গলা কেটে হত্যা করেছে বলে জানা গেছে। খুনীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অপরদিকে নিহত বাসুর ভাতিজা মো. শাকিল জানান, পেশায় অটোরিকশাচালক বাসু নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সন্তানদের নিয়ে তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। অধিকাংশ সময় রাতে নিজের অটোরিকশা চালাতেন তিনি।
গতকাল রাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। রাত ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসু মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় বাধা পেয়ে ছিনতাইকারীরা তার বুকে এবং পেটে ছুরিকাঘাত করতে পারে বলে জানান তিনি।