
শিবচরে পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম
মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার খলিল মাস্টারের ছেলে ঢাকার একটি থানায় কর্মরত পুলিশের সদস্য পলাশ (৩৬) ও একই এলাকার চাঁনমিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)। তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার পুলিশ সদস্য পলাশের ছেলের আকিকার অনুষ্ঠান হয়। এ সময়
তাদের প্রতিবেশী হাদিস খালাশী তার ছেলে শাহ আলম ও রফিকুল এ অনুষ্ঠানে মেহমানদারি করেন। কিন্তু অনুষ্ঠান শেষে হাদিস খালাশী না খেয়ে বাড়ি চলে যান। গত রবিবার দুপুরে এ বিষয় নিয়ে রফিকুল খালাশীর সঙ্গে পলাশের কথাকাটাকাটি হয়। পরে সোমবার রাতে পলাশ ও আসিফ তাদের বাড়ির পাশে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় হাদিস খালাশী তার দুই ছেলে ও জামাতা আসিফ তাদের ওপর হামলা করে ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান।