
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বুয়েটছাত্র আহত
ন্যাশনাল ডেস্ক:
রিকশায় যাওয়ার পথে রাজধানীর নীলক্ষেত এলাকার নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে তাওসিফ মাহির (২২) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে।
মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাহিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া জানান, তারা নীলক্ষেত থেকে পলাশীর দিকে যাচ্ছিলেন। তারা দেখতে পান, দক্ষিণ নীলক্ষেতে রোডের পাশ দিয়ে রিকশা যাচ্ছিল। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে কয়েকটি ইটের টুকরো রাস্তায় ও রিকশা যাত্রীর মাথায় পড়ে। এতে রিকশার যাত্রী ছিল বুয়েটের শিক্ষার্থী। ওই ছাত্রের মাথায় একটি ইট পড়ে গুরতর আহত হন।
সেখান থেকে তাকে একটি রিকশায় তুলে প্রথমে বুয়েটের গেটে নিয়ে যান। সেখানে তার সহপাঠীদের খবর দিয়ে ওই মুহূর্তেই ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেলে মাহিরের সহপাঠী মো. সিফাত জানান, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃত্বীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ মাহির। থাকেন কাজী নজরুল ইসলাম হলে। রিকশাযোগে হলে ফিরছিলেন তিনি।
মাহিরের গ্নামের বাড়ি চট্টগ্রামের খুলশী পাহাড়তলী ফ্লোরা পাস রোড। তার বাবার নাম তাজদীক মামুন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাহির হাসপাতালে চিকিৎসাধীন।