ঝিনাইদহে জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগ জেলা ছাত্রদলের সভাপতি ও ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে

ঝিনাইদহে জোরপূর্বক ক্রয়কৃত বাড়িসহ জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বাধন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
জমিসহ বাড়িটি হলো শহরের ব্যাপারিপাড়ায়। আর এতে সরাসরি ঘটনাস্থলে থেকে জেলা ছাত্র দলের সভাপতি সোমেন ও ঐ ওয়ার্ড বিএনপির সভাপতি বেড়ে মজিদ কাজী হাফিজুর রহমানের বাড়িতে ধুঁকে অনাধিকার পূর্বক এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটান।
এসময় গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের ছবি ও ফুটেজ নিতে বাধা দেন জেলা ছাত্রদলের সভাপতি সোমেন ও বেড়ে মজিদ। তিনি বলেন,এটা আমাদের প্রতিবেশীদের ব্যাপার। এখানে কেউ থাকতে পারবে না। জোর পূর্বক বাড়ি দখলের ব্যাপারে জানতে চাইলে বেড়ে মজিদ বলেন, আট লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে আমি বেচে থাকলে টাকা পাবে হাফিজ,তবে তাকে আসতে হবে। তাহলে তার স্ত্রীর নিকট হতে জমি কেন জোর পূর্বক দখল করছেন তা জানতে চাইলে বেরিয়ে আশে ৩লক্ষ টাকার অর্থ লেনদেনের কাহিনি।
এব্যাপারে স্থানীয়রা জানান, বাধনদের নিকট হতে টিনসেটের বাড়িসহ জমি ক্রয় করেন কাজী হাফিজুর রহমান। সে একটি মামলার জড়িয়ে গিয়ে বাড়ি ছাড়া হলে বেড়ে মজিদ ও বিএনপির নেতারা এসে দখল করে দিয়েছে বাধনদের।
এসময় স্থানীয়রা আরো বলেন,বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আগেই লুটপাট জমি দখলসহ যা শুরু করেছে ক্ষমতায় গেলে কি না করে আল্লায় জানে।
রেজাউলের ছেলে বাধন ও তার মা শিল্পীসহ বিএনপি নেতারা গতকাল বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটান বলে জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে বাঁধনের নিকট জানতে চাইলে বলেন, টাকা দিতে চেয়েছিলাম বারবার ফেরৎ দিয়েছে। এখনো যদি টাকা নেই তাহলে বেবো। আমাদের জমি বিক্রি করেছিলাম এখন ফিরিয়ে নিচ্ছি সমস্যা কি?
কাজী হাফিজুর রহমান জানান,আমি একজন শিক্ষক মানুষ, আমার নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে আমার ক্রয়কৃত জমিসহ বাড়িটি দখল করে নিয়েছে যা সংবাদ কর্মীরা সহ স্থানীয়রা সবাই জানে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে যদি থানা পুলিশ করা হয় তাহলে প্রাণে মেরে ফেলবে। আমার স্ত্রী সন্তানকে লাঞ্চিত করবে। আমার কিছু বলার নেই। আমি অসহায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category