
মায়ের মামলায় ‘কোরআন পোড়ানো’ যুবক করাগারে
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় পবিত্র কোরআন মাজিদ পোড়ানো এবং মাকে হত্যাচেষ্টার অভিযোগে মাসুদ মন্ডল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার সকালে মাসুদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তার মা থানায় লিখিত অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুদ উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড়নিয়ামতপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অভিযোগ রয়েছে, এক বছর আগে একমাত্র ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আব্দুর রশিদ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।
মাসুদের মা মনোয়ারা বেগমের করা মামলার এজাহার থেকে জানা যায়, মাসুদ একসময় আন্তঃজেলা ট্রাকচালক ছিল। মাদকাসক্ত হয়ে পাড়ায় তিনি চালকের কাজ ছেড়ে দেন। এলাকায় এসে ব্যাটারিচালিত ভ্যান চালাতো। মাদকের টাকার জন্য ভ্যানটিও বিক্রি করে দেন। স্ত্রীকে অতিরিক্ত অত্যাচার করায় ২-৩ বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
এরপর থেকে তিনি নিজের কাছে রাখা একটা বড় ছুরি দিয়ে বাবা-মাকে ভয় দেখিয়ে বাড়ির বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে মাদক সেবন চালিয়ে যেতে থাকেন। মাসুদের অত্যাচারে অতিষ্ট হয়ে এক বছর আগে তার বাবা আব্দুর রশিদ বিষ খেয়ে আত্মহত্যা করেন। এরপরও থেমে থাকেনি মাসুদের অত্যাচার।
কিছুদিন ধরে তিনি তার মা’কে বসত ভিটার ৪ শতক জমি বিক্রি করে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। মা মনোয়ারা বেগম রাজি না হওয়ায় তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখান। আজ বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো জমি বিক্রি করে টাকা দেওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটির একপর্যায়ে তিনি মাকে মারধর করে ঘরে থাকা কোরআন শরীফ নিয়ে এসে আগুন ধরিয়ে দেন।
মনোয়ারা বেগম বিষয়টি গ্রামের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামকে জানালে তিনি মাসুদকে পুলিশে দেওয়ার পরামর্শ দেন। তার মা দেরি করলে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইউপি মেম্বার মনিরুল ইসলাম থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদকে হেফাজতে নেন।
পরে থানায় উপস্থিত হয়ে মনোয়ারা ছেলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মনোয়ারা বলেন, ওর যেন যাবজ্জীবন জেল হয়, ‘আপনারা সে ব্যবস্থা করেন বাবা। আমি পরের বাড়িতে কাজ করে (গৃহকর্মী) এনে ওকে খাওয়ায় আর বলি বাপ তোর কাজ করতে হবে না, তবে তুই ভালো হয়ে যা। ওর জন্য ওর বাবা আত্মহত্যা করে মারা গেছে। ও বের হয়ে আসলে আবারও আমাকে মারপিট করবে। ওই ছুরি দিয়ে মেরে ফেলবে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’