
হরিণাকুণ্ডুতে মামলার সাক্ষীর উপর আসামীদের হামলা
হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মামলার সাক্ষীর বাড়িতে ঢুকে আসামীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আহত বিএনপি নেতা আলী হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আবুল হোসেন এর হত্যা মামলায় সাক্ষী।
আহত আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যম কর্মীদের বলেন,আমি আবুল চেয়ারম্যান হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে এ হামলা করে বলে জানিয়েছেন।
এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আক্তারুল আলম বলেন,আলী হোসেন,আমার ভাই জাফিরুল কে হাঁসুয়া দিয়া কোপ মারতে গেলে স্থানীয়রা ঠেকিয়ে দেয়,তারপরও তাঁর কাপুড় কেটে সরিরে আঘাত লাগে।
এঘটনায় উপজেলা বিএনপি তৎক্ষনাৎ প্রতিবাদ মিছিল করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।
এব্যাপারে হরিণাকুণ্ডু থানা ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান জানান,ঘটনাস্থলে থানা অফিসার ইনচার্জ আছেন,মামলা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।