
এনজিওর ঋণের চাপে প্রবাসীর বৃদ্ধ বাবার আত্মহত্যা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এনজিওর ঋণের চাপে এক প্রবাসীর বৃদ্ধ বাবা মো. সানাউল্লাহ বাহার (৬৫) আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাফর মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে বিভিন্ন এনজিও ও ব্যাক্তি থেকে ঋণ নিয়ে ছেলে রাজীবকে সৌদি পাঠান সানা উল্লাহ বাহার। কিছুদিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠান ও পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন সানা উল্লাহ বাহারকে। অপর দিকে ছেলে রাজীবও সৌদী থেকে টাকা দিতে পারছেন না। একপর্যায় এ চাপ সহ্য করতে না পেরে রাত ৯টার পর কোনো এক সময় তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাতিজা ইয়াসিন আরাফাত জানিয়েছে, ছেলেকে বিদেশ পাঠানোর সময় ঋণ নিয়েছিলেন জেঠা। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আব্দুস সুলতান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।