
কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকুট থেকে যা জানা গেল
পঞ্চাশোর্ধ্ব দুই সন্তানের জনকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক করায় অভিমানে চিরকুট লিখে সীমা মন্ডল (২২) নামের এক অনার্স পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটে গতকাল রবিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল তার লাশ উদ্ধার করে।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীমা মন্ডল রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হতদরিদ্র মাধব মন্ডলের মেয়ে। তিনি ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে ঠিক করেন সীমার পরিবার। ওই ব্যক্তির তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, সীমা পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। এজন্য অভিমোন করে গতকাল রবিবার রাতে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ হিসেবে সীমা একটি চিরকুটে এসব তথ্য লিখে লিখে রেখে যায়।
খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর রহস্য উদঘাটন করতে সীমার বাবা মাকে থানায় নিয়ে যায় পুুলিশ।
এ বিষয়ে এসআই মোশারেফ হোসেন বলেন, ‘মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি। চিরকুটের বিষয়ে এখনো কিছু জানি না। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে পাঠানার ব্যবস্থা নেওয়া হয়েচছে।