
ঘরে ঢুকে যুবকের গোপনাঙ্গ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে ডুকে যুবকের গোপনাঙ্গ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল ররিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শুক্তগড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক উপজেলার শুক্তাগড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রাতে ওই যুবক ঘরে একা ছিলেন। রাত আড়াইটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাঁড়া দিতে ঘরের বাইরে যান। তখন মুখোশ পরা দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে। এদিকে কাজ শেষে ওই যুবক ঘরে ফিরলে দুর্বৃত্তরা তার হাত-পা চেপে ধরে গোপনাঙ্গ কেটে নিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ আরও জানায়, ঘরে বসে লিঙ্গ কাটার তেমন আলামত মেলেনি। তবে ওই যুবক সবার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. শাহেদ খান বলেন, ‘রাতে গোপনাঙ্গ কাটা অবস্থায় একটা রোগী মেডিকেলে আসে। তখন তার প্রচণ্ড রক্তপাত হচ্ছিল। আমি তার রক্তপাত বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে বরিশলে পাঠিয়ে দিই।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।