
হরিণাকুণ্ডুতে ইসলামি আন্দোলনের জনসমাবেশ
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইসলামি আন্দোলন বাংলাদেশ হরিণাকুন্ডু উপজেলার পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টার সময় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইসলামি যুব আন্দলোনের উপজেলা শাখার সভাপতির উপস্থাপনায় মূল অনুষ্ঠান শুরু হয়।
পৌরসভা শাখার সভাপতি সাইদুর রহমান সভাপতিত্ব করেন। উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, ইসলামি যুব আন্দলোন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মনিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা, এইচ এম নাঈম মাহমুদ, সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ রাজ্জাক মন্ডল সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ হরিণাকুন্ডু উপজেলা শাখা, নাসির উদ্দীন, সেক্রেটারি হরিণাকুন্ডু উপজেলা শাখা, মাও আব্দুর রশিদ মিল্টন,সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, রফিকুল ইসলাম রইচ মাস্টার, মাও তৈয়বুর রহমান, সেক্রেটারি, উলামা মশায়েখ ও আয়েম্মা পরিষদ, মনিরদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ।
সাত দফা বাস্তবায়নের কেন্দ্র ঘোষিত পৌরসভা আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়।