ঝিনাইদহে ২০০জন কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠান

ঝিনাইদহে ২০০জন কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠান
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
বয়স ১৮ না হলে বিবাহ নয় এই শর্ত পূরণকৃত কিশোরীদের উদ্দেশ্যে দারিদ্র্য মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহয়তা প্রকল্প ২য় পর্যায়ে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) অর্থায়নে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২: ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক-উজ-জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী।
অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন,মেহেদী হাসান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, আমজাদ হোসেন,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমূখ। 

প্রশিক্ষণ শেষে কিশোরীদের মধ্যে জমাকৃত সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেক বিতরণ করা শেষে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category