বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
জানা যায়, ৯-১২ ডিসেম্বর তারিখের প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত রিপোর্টিং স্থানসমূহে (প্রশাসন ভবন সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল) সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
আরো জানা যায়, এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও আনুষাঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা। অনলাইনে দশ হাজার টাকা প্রদান করায় প্রার্থীদেরকে নগদ কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত দশ হাজার টাকা থেকে উক্ত ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা কর্তন করে অতিরিক্ত টাকা পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের পূবালী ব্যাংকের একাউন্টে ফেরত প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category