বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি এবং শিক্ষক সমিতি শোক র্যালি, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় বৈশাখী চত্বর থেকে বধ্যভূমি পর্যন্ত শোক র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে মহিলা সংঘ, রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধে শহীদ ও বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং অন্যান্য সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এরপর সকাল সাড়ে ৯টায় বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে কমিউনিটি সেন্টারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় উপাসনালয়গুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category