October 8, 2025, 3:08 pm
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে ময়মনসিংহ ভিবিডির ব্যতিক্রমী আয়োজন “সলিউশন হান্ট ২”
182 Time View
Friday, December 20, 2024
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলার আয়োজনে “সলিউশন হান্ট ২” প্রজেক্ট আইডিয়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১২১টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক আবেদন এবং যাচাইয়ের পর সেরা ১০টি দলকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিবিডি ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সহকারী প্রক্টর ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, ভিবিডি জাতীয় বোর্ডের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ মুজতবা, জাতীয় বোর্ডের সহ-সভাপতি মেহেদী হাসান ইমন, ভিবিডি ময়মনসিংহের সভাপতি নূর আলম নাহিদ, ধূমকেতু এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও নাহিয়ান আল রহমান অলি এবং কোতোয়ালী থানার অপারেশন ওসি নূর মোহাম্মদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
এদিন বাকৃবি থেকে টিম ফুড সেফটি স্কোয়াড; বরিশাল থেকে টিম ত্রয়ী; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টিম আলফা ও টিম এগ্রোপ্রোটেক্টর; নেত্রকোনা থেকে টিম গালর্স টক; ময়মনসিংহ থেকে অহর্নিশ, টিম সর্বহারা ও টিম পিসফুল পাইওনিয়ার্স তাদের উদ্ভাবনী বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করে। অনুষ্ঠানে সেরা তিনটি দল নির্বাচিত হয়েছে বাকৃবির টিম ফুড সেফটি স্কোয়াড, বরিশালের টিম ত্রয়ী ও নেত্রকোনার টিম গালর্স টক।
ভিবিডি জাতীয় বোর্ডের সহ সভাপতি মেহেদী হাসান ইমন বলেন, ভিবিডি জাগো ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান যা যুবকদের নিয়ে কাজ করে৷ দেশের ৬৪ জেলাতেই আমাদের বোর্ড রয়েছে এবং এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে কাজ করে। ভিবিডি সারাদেশের তরুণদের নিয়ে কাজ করে যারা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে বের করে এবং এর সমাধানের চেষ্টা করে। আমাদের ভিবিডির লক্ষ্য দেশের উন্নয়নে প্রতিটি তরুণকে দক্ষ করে তোলা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category