Oplus_131072
ময়মনসিংহে ৩০ জন ছাদবাগানীর মাঝে উন্নতমানের চারা বিতরণ

বাকৃবি প্রতিনিধি:
ময়মনসিংহে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে ৩০ জন ছাদবাগানীর মধ্যে উন্নতমানের ফল, সবজি ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্পের মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পটির প্রধান গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন জানান, বর্তমান সময়ের পরিবেশ রক্ষা ও টিকে থাকার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে এবং মানুষকে এতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন বাগানির মাঝে উন্নত মানের চারা বিতরণের একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ওই চারা বিতরণ উপলক্ষে গত ২০ ডিসেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন, সহযোগী গবেষক অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. উম্মে হাবিবা, পিএইচডি শিক্ষার্থী মোছাঃ লাজিনা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের জন্য একটি অতি প্রয়োজনীয় বস্তু। যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। আবহাওয়ার পরিবর্তনের জন্য শহরাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই শহরের প্রতিটি বাড়ির ছাদে বাগান করার মাধ্যমে কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category