
হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট বি,এম তারিক-উজ-জামান।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত তিনি উপজেলা তেতুলীয়ার মোড়ে দশ(১০)টি মামলার বিপরীতে দশ জন মোটরসাইকেল আরোহীকে হেলমেট,ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন না থাকায়, সড়ক পরিবহন ২০১৮ এর ৬৬ ধারায় পাঁচশত(৫০০/-) টাকা করে এবং একই ধারায় অপর একজনকে তিনশত,(৩০০/-) সর্বমোট চার হাজার আটশত(৪,৮০০/-) টাকা জরিমানা করলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন সময়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) এম,এ রউফ খান,ঝিনাইদহ বি,আর,টি,এ এর মটরযান পরির্শক তারেক হাসান উপস্থিত ছিলেন।
এসময় সরকারী আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন প্রোসেস সার্ভার মন্জু মিয়া।
জরিমানা দ্বাতা মোটরসাইকেল আরোহীরা ঝিনাইদহ সদরের সিরাজুল হক এর ছেলে রিফাত হক,হরিণাকুণ্ডুর শুড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আশরাফুল ইসলাম , ঝিনাইদহ বনানীপাড়ার ফফজলুল হক এর ছেলে জিয়াউর রহমান,হরিণাকুণ্ডু মান্দারতলা গ্রামের জাফর আলীর ছেলে শহিদুল ইসলাম, মাগুরা শ্রীপূর এর আজিজুর রহমান এর ছেলে সামছুল ইসলাম,ঝিনাইদহ সদরের গবিন্দপূর গ্রামের আঃ মজিদের ছেলে মিঠু আলী,হরিণাকুণ্ডু দৌলতপূর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে ফারুক হোসেন,কেচমত গ্রামের সরোয়ার হোসেন এর ছেলে নাসিম হাসান,ঝিনাইদহ আড়পাড়া গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে আঃ জলিল,হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে নজরুল ইসলাম।