Oplus_131072
গবাদিপশুর রোগ এলএসডি ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদান কার্যক্রম সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে প্রায় শতাধিক খামারির গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এবং পেস্টিডেস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগের টিকা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাকৃবি সংলগ্ন দক্ষিণ চর কালীবাড়ী এলাকায় এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওই ভ্যাক্সিন প্রদান কর্মসূচির সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কে এম আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য মো. রাকিব উদ্দিন, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, স্মার্ট এগ্রিকালচারের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান এবং ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথি ড. মুজিবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ওই এলাকাটিতে গবাদিপশুর সুচিকিৎসা ও রোগ প্রতিরোধের জন্য ভেটেরিনারি টিচিং হাসপাতাল যে উদ্যোগ হাতে নিয়েছে তা প্রশংসনীয়। এর মাধ্যমে এই এলাকার গবাদিপশু উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
কর্মসূচি শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা সেখানে অবস্থিত ভেটেরিনারি আউটরিচ ক্লিনিক, ট্রেনিং ও রিসার্চ সেন্টারের বরাদ্দকৃত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন।
প্রসঙ্গত, লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হলো গরুর একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশে এ রোগ প্রথম শনাক্ত হয় ২০১৯ সালে, চট্টগ্রামে। অপরদিকে, পিপিআর একটি ভাইরাসজনিত রোগ, যা ছাগল ও ভেড়ার মধ্যে দেখা যায় এবং এটি পশুর স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে মৃত্যুর কারণ হতে পারে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category