পোস্টমর্টেম শেষে বাকৃবি কর্মকর্তার দাফন সম্পন্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল) ময়নাতদন্ত শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর ময়মনসিংহের ত্রিশাল বাজারে নিজ গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।
এর আগে, রবিবার বাকৃবিতে নিজ কার্যালয়ে ফ্যানের রডের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহেলের মরদেহ দেখতে পান তার সহকর্মীরা। পরে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category