
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপূর বাজারে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি,এম, তারিক-উজ-জামান এর সভাপতিত্বে সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ,যৌতুক,আত্মহত্যা ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ঈশিতা আক্তার, থানা অফিসার ইনচার্জ(ওসি) এম,এ রউফ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মোঃ মোতাহার হোসেন, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মোঃ
মনজুর রাশেদ,উপজেলা জমায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ঈদ্রীস আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার,উপজেলা বিএনপির সাংগাঠুনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আব্দুর রাজ্জাক, তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বদর উদ্দিন মোল্লা,সাধারণ সম্পাদক কাজী মোকলেচুর রহমান রাশু,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুস সামাদ,যুগ্ম-আহবায়ক নাজমূল হুদা রিপন।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু,উপজেলা কৃষি অফিসার উপজেলা ইন্জিনিয়ার মোঃ রাকিব হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী,সহকারী উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিস ফিল্ড সুপার ভাইজার মাসুরা খাতুন, উপজেলা তথ্য আপা শামীমা ইয়াসমিন।
সভা শেষ জেলা প্রশাসক হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।