বাকৃবির বিভিন্ন হল ও স্থাপনার নাম পরিবর্তন

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হল, নতুন ভবন এবং স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এবং উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।
আদেশনামায় বলা হয়েছে, ‘গত বছরের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭ তম অধিবেশনে গৃহীত ৭ নং সিদ্ধান্তমূলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান/নির্মাণাধীন হলসমূহ, নতুন ভবন এবং স্থান এর নাম পরিবর্তন হয়েছে।
পরিবর্তিত নামগুলো হলো, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের পরিবর্তিত নাম জুলাই ৩৬ হল, রোজী জামাল হল থেকে কৃষিকন্যা হল, নির্মাণাধীন নতুন ছাত্রী হল (অথবা অন্য যে নামেই থাকুক না কেন) হতে বেগম খালেদা জিয়া হল, পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমেটরির পরিবর্তিত নাম শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরি, নতুন অতিথি ভবন/ গেস্ট হাউজ থেকে কৃষিবিদ গেস্ট হাউজ এবং বঙ্গবন্ধু চত্ত্বর এর পরিবর্তিত নাম সমাবর্তন চত্ত্বর’।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category