October 8, 2025, 8:17 am
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ছুরিকাঘাত সত্ত্বেও জীবনবাজি রেখে চাঁদাবাজ ধরলেন এএসআই 
320 Time View
Friday, January 17, 2025
রাজধানীতে ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। ছিনতাইকারী নাফিজ ভাটারা থানার একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এএসআই মেসবাহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের মৃত মহি উদ্দীনের সন্তান।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারা থানার জে-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মো. মেসবাহ উদ্দিনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাকে দেখতে দেখেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেসবাহর এই সাহসিকতার জন্য তাকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) বাহারুল আলম।

ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত চিহ্নিত চাঁদাবাজ মো. মোবারক হোসেন নাফিজ তার কয়েকজন সহযোগী নিয়ে ভাটারা থানার জে-ব্লকের ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ভয় দেখিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মেসবাহ উদ্দিনসহ থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টাকালে চাঁদাবাজ নাফিজ এএসআই মেসবাহ উদ্দিনকে চাকু ও হাতে থাকা স্টিলের কাটা চামচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি বাম চোখে গুরুতর আঘাত পান। গুরুতর আঘাত সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনে অনড় থেকে নাফিজকে গ্রেপ্তার করেন। এ সময় নাফিজের সহযোগীরা জন দৌঁড়ে পালিয়ে যায়। পরে নাফিজের কাছ থেকে হতে একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের রক্তমাখা কাটা চামচ, বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা জব্দ করা হয়।

আহত এএসআই মেসবাহ উদ্দিন বলেন, জনগণের জান-মাল রক্ষায় সবসময় আমি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমার চোখের ওপর গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও এবং জীবনের ঝুঁকি নিয়ে তাকে গ্রেপ্তার আমি অনড় ছিলাম। অবশেষে সাথে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে তৎপর থাকবেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category