October 8, 2025, 5:45 am
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
তোমার প্রাপ্তিতে স্বাধীনতা
170 Time View
Saturday, March 29, 2025

তোমার প্রাপ্তিতে স্বাধীনতা
মহসিন আলম মুহিন

স্বাধীনতা তুমি বিশ্বকবির
হৃদয় নিংড়ানো সোনার বাংলা,
স্বাধীনতা তুমি শতজনমের
কাঙ্ক্ষিত ধন মুক্তোর মালা।।

স্বাধীনতা তুমি জাতীয় কবির-
খেয়াপারের তরণী,
স্বাধীনতা তুমি বিদ্রোহী কবিতার
প্রতিটি ছত্র অমিয় বাণী।।

স্বাধীনতা তুমি আলোকবর্তিকা
রাত পোহানোর ভাষা,
স্বাধীনতা তুমি দূরীভূত মেঘ,
সোনালী স্বপ্ন আশা।।

স্বাধীনতা তুমি বখতিয়ারের
অশ্বের পদ শব্দ।
স্বাধীনতা তুমি শোষিতের প্রাণ,
শোষকেরে কর জব্দ।।

স্বাধীনতা তুমি তিতুমীরের
ভালোবাসার অর্ঘ্য,
স্বাধীনতা তুমি ঈশা খাঁ-
আর বারো ভূইয়ার দুর্গ।।

স্বাধীনতা তুমি ক্ষুদিরাম-
আর সূর্য সেনের বলী।
স্বাধীনতা তুমি মজলুম নেতার
সে কথা কেমনে ভুলি।।

স্বাধীনতা তুমি শেরে বাংলার
সারাজীবনের দর্শন।
স্বাধীনতা তুমি লাহোর প্রস্তাব;
ভেসে ওঠা সেই দর্পণ।।

স্বাধীনতা তুমি বাকশক্তি-
ফিরিয়ে দেওয়া বায়ান্ন সাল।
স্বাধীনতা তুমি শহীদের রক্তে
ভেজা, বক্ষ বিশাল।।

স্বাধীনতা তুমি গণ অভ্যূত্থান,
উনিশশত উনসত্তুরের।
স্বাধীনতা তুমি শ্রেষ্ঠ প্রাপ্তি-
অধিকার বঞ্চিত কোটি মানুষের।।

স্বাধীনতা তুমি ষড়যন্ত্রের-জাল
ছিন্ন করা মুক্ত কপোত।
স্বাধীনতা তুমি সময়ের টানে,
বাঙালির এক বজ্রশপথ।।

স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর,
উচ্চারিত ছয় দফা।
স্বাধীনতা তুমি শোষক গোষ্ঠীর,
শ্যেন দৃষ্টিতে এক রোখা।।

স্বাধীনতা তুমি সত্তরের,
সংখ্যাধিক্য বিজয় আসন।
স্বাধীনতা তুমি দাবী আদায়ের,
জোরালো এক কথোপকথন।।

স্বাধীনতা তুমি ৭ই মার্চের,
রাখাল রাজার বজ্র বাণী,
স্বাধীনতা তুমি মুক্তির দূত-
স্থপতির গাওয়া মধুর ধ্বনি।।

স্বাধীনতা তুমি পঁচিশ মার্চের,
ভয়াল রাত্রি অভিশাপের!
স্বাধীনতা তুমি পাপিষ্ঠ চেহারা,
ভুট্টো, ইয়াহিয়া, পাকিস্তানের।।

স্বাধীনতা তুমি ডিসেম্বরের-
ষোলো তারিখের জয় উল্লাস।
স্বাধীনতা তুমি বীর শ্রেষ্ঠ,
বুদ্ধিজীবিদের নব ইতিহাস।।

স্বাধীনতা তুমি স্বাধীন কন্ঠ,
কালুরঘাটে-”মহানায়কের”।
স্বাধীনতা তুমি উপহার দিলে,
জিয়ার মত দেশপ্রেমিকের।।

স্বাধীনতা তুমি প্রশাসনের,
স্বাধীনতা তুমি জনগণের।
স্বাধীনতা তুমি ধিক্কার হানো
রাজাকার আর বেঈমানের।।

স্বাধীনতা তুমি পুত্র হারানো,
বাংলা মায়ের লক্ষ আচঁল।
স্বাধীনতা তুমি অনেক নিয়ে
ফিরিয়ে দেওয়া-“রবির আদল”।।

স্বাধীনতা তুমি বিশ্বমাঝে,
লাল-সবুজ পতাকার একটি দেশ।
স্বাধীনতা তুমি শক্তি দাও,
গড়িতে সেই সোনার দেশ।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category