কবিতার নাম : অজান্তে

অজান্তে
লিখেছেন : মহসিন আলম মুহিন
ঘটে যায় কত কিছু অজান্তে,
কষ্ট হয় এই অনিয়ম মানতে।।
ওঠ্ ছেড়ি তোর লাগছে বিয়ে,
হঠাৎ ঘটে যায় অজান্তে গিয়ে।।
বলা নাই, কওয়া নাই, ঝড় আসে,
জীবন তরীখানি পানিতে ভাসে।।
আবার অজান্তে আসে জ্বর-জারি,
প্রাণ ওষ্ঠাগত সময় চলে রকমারী।।
অজান্তে ব্যবসায় লালবাতি জ্বলে,
মনের অজান্তে লোকসানে ঝোলে।।
চলন্ত প্রেমও থামে অজান্তে যখন,
কেউ বোঝেনা কারো মনের গোপন।।
অজান্তে হিয়া আজ পুড়ে পুড়ে ছাই,
শান্তির শ্বেত কপোত অধরা যে তাই।।
হাতছাড়া যে কত কিছু অজান্তে হয়,
শেষ ডাকেও অজান্তেই চলে যেতে হয়।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category