October 8, 2025, 8:15 am
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
লুঙ্গিকে ফিরিয়ে তিন সিরিজে দ. আফ্রিকার দল ঘোষণা
156 Time View
Monday, September 9, 2024

লুঙ্গিকে ফিরিয়ে তিন সিরিজে দ. আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই দুই সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। ঘোষিত এই দলে আধিপত্য তরুণদের।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার অ্যানডিল সিমেলেন। এছাড়া এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এরই মধ্যে অভিষেক হওয়া অলরাউন্ডার জেসন স্মিথ ও স্পিনার নকাবা পিটার এবার ওয়ানডে দলেও ডাক পেয়েছেন। তিনটি সিরিজেই ডাক পেয়েছেন ইনজুরি ফেরত পেসার লুঙ্গি এনগিডি।

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। আর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক এইডেন মার্করাম। আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজের জন্য ১৪ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে প্রোটিয়ারা।

আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বজর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, উয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলে ফেহলুকায়ো, নকাবা পিটার, জেইসোন সিমেলা, অ্যানডিল সিমেলেন, লুঙ্গি এনগিডি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন এবং লিজার্ড উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, বজর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, ওয়ায়ান মুলদার, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যানডিল সিমেলেন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস এবং লিজার্ড উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বজর্ন ফরচুইন, উয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আন্দিল ফেহলুকাওয়ে, নকাবা পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইন এবং লিজার্ড উইলিয়ামস।

আফগানিস্তানের বিপক্ষে সূচি

প্রথম ওয়ানডে: ১৮ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে: ২০ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

তৃতীয় ওয়ানডে: ২২ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

আয়ারল্যান্ডের বিপক্ষে সূচি

প্রথম টি-টোয়েন্টি: ২৭ সেপ্টেম্বর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ সেপ্টেম্বর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

প্রথম ওয়ানডে: ০২ অক্টোবর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

দ্বিতীয় ওয়ানডে: ০৪ অক্টোবর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

তৃতীয় ওয়ানডে: ০৭ অক্টোবর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category