
লুঙ্গিকে ফিরিয়ে তিন সিরিজে দ. আফ্রিকার দল ঘোষণা
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই দুই সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। ঘোষিত এই দলে আধিপত্য তরুণদের।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার অ্যানডিল সিমেলেন। এছাড়া এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এরই মধ্যে অভিষেক হওয়া অলরাউন্ডার জেসন স্মিথ ও স্পিনার নকাবা পিটার এবার ওয়ানডে দলেও ডাক পেয়েছেন। তিনটি সিরিজেই ডাক পেয়েছেন ইনজুরি ফেরত পেসার লুঙ্গি এনগিডি।
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। আর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক এইডেন মার্করাম। আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজের জন্য ১৪ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে প্রোটিয়ারা।
আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বজর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, উয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলে ফেহলুকায়ো, নকাবা পিটার, জেইসোন সিমেলা, অ্যানডিল সিমেলেন, লুঙ্গি এনগিডি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন এবং লিজার্ড উইলিয়ামস।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, বজর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, ওয়ায়ান মুলদার, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যানডিল সিমেলেন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস এবং লিজার্ড উইলিয়ামস।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বজর্ন ফরচুইন, উয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আন্দিল ফেহলুকাওয়ে, নকাবা পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইন এবং লিজার্ড উইলিয়ামস।
আফগানিস্তানের বিপক্ষে সূচি
প্রথম ওয়ানডে: ১৮ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে: ২০ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে: ২২ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
আয়ারল্যান্ডের বিপক্ষে সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২৭ সেপ্টেম্বর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ সেপ্টেম্বর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
প্রথম ওয়ানডে: ০২ অক্টোবর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
দ্বিতীয় ওয়ানডে: ০৪ অক্টোবর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
তৃতীয় ওয়ানডে: ০৭ অক্টোবর, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি