
ভারত-বাংলাদেশ টেস্টে বানর ঠেকাতে আরেক প্রজাতির বানর
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, খাবার ছিনিয়ে নেওয়া বানরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ল্যাঙ্গুর ও তাদের পোষা মানুষদের নিয়োগ করেছে ইউপিসিএ। মাঠে নিরাপত্তারক্ষীরাও উপস্থিত থাকলেও, সুরক্ষার স্তর আরও সমৃদ্ধ করার জন্যই ল্যাঙ্গুরদের উপস্থিতি প্রয়োজন বলে মনে করেছে রাজ্য ক্রিকেট।
ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, ‘বানর সন্ত্রাস এড়াতে ও তাদের শায়েস্তা করতে আমাদের ল্যাঙ্গুর আছে (লম্বা লেজযুওয়ালা, সরু বানর)।’ কাপুর আরও জানিয়েছেন, স্থানীয় বানরদের দ্বারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন স্ট্যান্ডে থাকা ক্যামেরাম্যানরা। তাদের খাবার ও পানি নিয়ে যায় বানররা।
এর আগেও কানপুরে আন্তর্জাতিক ম্যাচে ল্যাঙ্গুরদের মাধ্যমে নিরাপত্তাসেবা নেওয়া হয়েছে।