
স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পরপারে পাড়ি জমালেন আসিফ হোসেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের সম্ভাবনাময় এক তরুণ ক্রিকেটার।
মর্মান্তিক এক দুর্ঘটনায় অকালে প্রাণ ঝরল আসিফের। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৮ বছর। ক্রিকেটারের মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজ্যটির ক্রিকেট মহল থেকে ক্রীড়াঙ্গন।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, দিব্যি সুস্থ ছিলেন আসিফ হোসেন। গত সোমবার বাড়ির সিড়ি থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তরুণ এই ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
আসিফ হোসেন
পশ্চিমবঙ্গের বেঙ্গল প্রো-টোয়েন্টি লিগে ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন আসিফ। এক ম্যাচে ৯৯-এর ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর একাধিক রাজ্যের হয়ে খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট খেলতেন নিয়মিত। আচমকাই সেই প্রতিভার দৌড় থমকে গেল।