October 8, 2025, 12:37 pm
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাকিস্তানকে লজ্জা দিয়ে ইংল্যান্ডের যত রেকর্ড
145 Time View
Friday, October 11, 2024

পাকিস্তানকে লজ্জা দিয়ে ইংল্যান্ডের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে স্বাগতিক পাকিস্তান। টেস্টে প্রথম ইনিংসে পাঁচ শ’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে এমন হারের ঘটনা প্রথম দেখল ক্রিকেটবিশ্ব। ম্যাচে ৩১৭ রানের বিশাল ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। ২৬২ রান করেছেন জো রুট।

পাকিস্তান ইংলিশদের কাছে হেরেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। নিজেদের প্রথম ইনিংস ৮২৩ রান করে ঘোষণা করে ইংল্যান্ড। তাতে লিড দাঁড়ায় ২৬৭ রানের। যা অতিক্রম করতে গিয়ে ২২০ রানেই অলআউট হয় পাকিস্তান। এশিয়ার মাটিতে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। জো রুটেরও ক্যারিয়ারসেরা ইনিংস এটি। ব্রুকেরও যে ক্যারিয়ারের সেরা ইনিংস এটি, সেটা বোধহয় না বললেও চলে।

ইংল্যান্ড-পাকিস্তানের মুলতান টেস্টে আরও যত রেকর্ড

* প্রথম ইনিংসে পাঁচ শ পঞ্চাশের (পাকিস্তান করেছে) বেশি রান হজম করেও দুই শ রানের বেশি লিড নেওয়া প্রথম দল ইংল্যান্ড।

* প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৭ উইকেট হারিয়ে ৮২৩ রান টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে চতুর্থ সর্বোচ্চ রান। একুশ শতকে এটিই সর্বোচ্চ। পাকিস্তানেও ইংল্যান্ডের করা এই রান এযাবৎকালের সর্বোচ্চ।

* দেশের বাইরে পাঁচ বা তার পরে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের করা ৩১৭ রানই এখন সর্বোচ্চ ইনিংস। টেস্টে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিকও এখন তিনি। এছাড়া ক্যারিয়ারের প্রথম ৪ টেস্টেই পাকিস্তানে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তিনি।

*মুলতান টেস্টে ধ্রুপদী ইনিংস খেলেই অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হয়েছেন জো রুট। ৩৫ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় রুট এখন ষষ্ঠ।

*জো রুট ও হ্যারি ব্রুকের ৪৫৪ রানের জুটি টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে টেস্টেও এটি সর্বোচ্চ রানের জুটি।

*ইংল্যান্ডের পুরো ১৫০ ওভারের ইনিংসে পাকিস্তান মেডেন আদায় করতে পেরেছে মাত্র ১ ওভারে। শাহিন আফ্রিদি ওই মেডেন আদায় করেন। টেস্টে এত দীর্ঘ সময় খেলার পরও এত কম মেডেন দেওয়ার কীর্তি শুধুই ইংল্যান্ডের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category