
আয়ারল্যান্ডকে ১২৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে নিয়মরক্ষার এই ম্যাচে প্রথম প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে।
আজ সোমবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো পায়। ৪ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। তবে ১২ রান করেন মুর্শিদা ওরলা প্রেনডারগাস্টের বলে আউট হন। মোস্তারি অবশ্য ফিফটির কাছ থেকে ফেরেন। এই ব্যাটার ৪৩ বলে ৬টি চারে ৪৫ করে অ্যামি ম্যাগুইরের শিকার হন। এছাড়া শারমিন আখতার ৩৩ বলে ৩৪ করেন। তবে বাকিরা কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে প্রেনডারগাস্ট একাই ৪টি উইকেট দখল করেন।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।