
কোনো বিদেশি ফুটবলার ছাড়াই প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচ ও ফেডারেশন কাপের এক ম্যাচে জয় পেয়েছিল ঢাকা আবাহনী। তবে প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে মোহামেডানের বিপক্ষে আর পেরে উঠেনি চিরপ্রতিদ্বন্দ্বী এই ক্লাবটি।
আজ শনিবার কুমিল্লার ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। এই জয়ের ফলে শীর্ষস্থান আরও মজবুত করল সাদা-কালো জার্সিধারীরা। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। অন্যদিকে, সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৬।
একসময় ঢাকার মাঠে আবাহনী ও মোহামেডান ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম, যাদের খেলা দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন সমর্থকরা। প্রিয় দলকে সমর্থন দিতে গিয়ে প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এখন অবশ্য আবাহনী ও মোহামেডানের ময়দানি লড়াই অনেকটাই এখন অতীতের খাতায় বন্দি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচে সেই উত্তাপ ও উন্মাদনা এখন আর নেই। আজও ছিল না তেমন উত্তেজনা।
কাগজে-কলমে মোহামেডানের চেয়েও পিছিয়ে থাকলেও আজ ভালোই লড়াই করেছে আবাহনী। দলটিতে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছেন। তবে কাজের কাজটি করে মোহামেডানই। প্রথমার্ধের ইনজুরি সময়ে ক্লাবটির হয়ে একমাত্র গোল দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। বাঁ প্রান্ত থেকে বক্সের ভেতর পাওয়া একটি ক্রসে মালির দীর্ঘদেহী ফুটবলার দিয়াবাতে লাফিয়ে আবাহনীর ডিফেন্ডারকে পরাস্ত করে হেডে বল জালে জড়ান। উল্লাসে মাতেন সাদা-কালো সমর্থকরা।
বিরতির পর খেলায় ফেরার চেষ্টা করেছিল আবাহনী। শেষের দিকে বাড়ে আক্রমণের ধার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবাহনীর ফরোয়ার্ডের নেওয়া শট মোহামেডান ডিফেন্ডারের হাতে লাগে। তবে আবাহনী পেনাল্টির দাবিতে কর্ণপাত করেননি রেফারি। একেবারে শেষের দিকে আবাহনী মোহামেডানের জালে বল জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় প্রিমিয়ার লিগের সর্বাধিকবারের চ্যাম্পিয়নদের।