
নিষেধাজ্ঞার কারণে বল করতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেই খেদ যেন ব্যাট হাতে তুলছেন এই বাঁহাতি। লংকা টি-টেন সুপার লিগে রীতিমতো ‘টর্নেডো’ বইয়ে দিয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।
আজ বুধবার লঙ্কা টি-টেনের এলিমিনেটর ম্যাচে গলে মার্ভেলসের হয়ে সাড়ে তিন শ’র ওপর স্ট্রাইকরেট রেখে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তাতে, থিসারা পেরেরার দল ক্যান্টি বেলসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার অর্থাৎ অলিখিত সেমিফাইনালে উঠেছে গলে। এই ম্যাচ জিততে পারলেই ফাইনাল খেলবে সাকিবের দল।
ক্যান্ডির বিপক্ষে ৬ উইকেটে জয়ের পথে ৮ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন সাকিব। দানবীয় এই ইনিংসে ২টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
৬০ বলের ম্যাচে প্রথমে ব্যাট করে ১২০ রানের বড় লক্ষ্য দেয় ক্যান্ডি। দলের হয়ে ২৭ বলে ৬১ রান করেন জর্জ মুনসে। এছাড়া ১৪ বলে ৩০ রান করেন দিনেশ চান্ডিমাল। গলের হয়ে বল হাতে সবচেয়ে সফল বিনুরা ফার্নান্দো। ২ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন তিনি।
১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভারে ২৬ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে গলে। তৃতীয় উইকেট জুটিতে ২৬ বলে ৫৬ রান যোগ করেন ভানুকা রাজাপাকসে ও লাহিরু উদানা। যেখানে উদানার অবদান ১২ বলে ১৯ রান। সপ্তম ওভারে দুই উইকেট হারায় গলে। ওভারের দ্বিতীয় বলে উদানার বিদায়ের পর আউট হয়ে যান রাজপাকসেও (২১ বলে ৪২)। ৮৭ রানে ৪ উইকেট হারায় গলে।
অর্থাৎ, শেষ ১৯ বলে গলের দরকার হয় ৩৩ রান। তবে অত সমীকরণে না গিয়ে দলকে সহজ ৬ উইকেটের সহজ জয় এনে দেন সাকিব ও চামিন্দু বিক্রমাসিংহে। তখনও ইনিংসে বাকি ছিল ৮ বল। মাত্র ১১ বলে ৩৭ রান যোগ করেন এই দুজন। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন বিক্রমাসিংহে।