২২ শটের টাইব্রেকারের পর টসভাগ্যে কপাল পুড়ল বাংলাদেশের

স্পোর্টস
দুই দলের প্রত্যেক ফুটবলার শট নিলেন টাইব্রেকারে। সবাই খুঁজে পেয়েছেন জালের দেখা।
তাই চ্যাম্পিয়ন দল বেঁছে নিতে টসের আশ্রয় নিতে হয়েছে রেফারিকে। যেখানে কপাল পুড়েছে বাংলাদেশের। ২২ শটের টাইব্রেকারের পর টসভাগ্যে জিতে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১-১ ব্যবধানের সমতায় ছিল দুই দল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category