শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ডিবির মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১৯০ ইয়াবা রাবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল , অংশ নিচ্ছে আড়াই লাখের বেশি শিক্ষার্থী রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ট্যাপেন্টাডল চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত আনোয়ার গ্রেপ্তার বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন রাজশাহীতে শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা রাজশাহী মহানগরীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ বিভিন্ন অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার রাজশাহীতে এমবিবিএস-এফসিপিএস ভুয়া পরিচয়ে নিউরো চিকিৎসা, নকল ডাক্তারের কারাদণ্ড
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
মাদুরোকে বিজয়ী ঘোষণা করল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট
/ ২০৭ Time View
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন

মাদুরোকে বিজয়ী ঘোষণা করল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট

ন্যাশনাল ডেস্ক:

ভেনিজুয়েলায় ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়৷ দেশটির নির্বাচন কমিশন সিএনই বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল৷ তবে সাইবার হামলার শিকার হওয়ার দাবি করে মাদুরো কত শতাংশ ভোট পেয়েছেন, তা প্রকাশ করেনি সিএনই৷

 

নির্বাচনী পর্যবেক্ষকদের অভিযোগ, ভোটের ফল যেন প্রকাশ করতে না হয় সেজন্য সাইবার হামলার অজুহাত দেখানো হয়েছে৷

 

তবে মাদুরোর দাবি, তিনি ৫২ শতাংশ ভোট পেয়েছেন৷ বিষয়টি খতিয়ে দেখতে তিনি এ মাসের শুরুতে আদালতকে অনুরোধ করেছিলেন বলে সিএনই জানিয়েছে৷ সেই অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এতে নির্বাচনে মাদুরো বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়৷ এছাড়া নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলা হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় সুপ্রিম কোর্ট৷

 

আদালতের এমন ঘোষণার পর মাদুরোর প্রতিপক্ষ ৭৪ বছর বয়সী গনসালেস উরুটিয়া আদালতের বিরুদ্ধে মাদুরোকে খুশি করার অভিযোগ তোলেন৷ নির্বাচনের দিন উরুটিয়ার সমর্থকেরা ভেনিজুয়েলার প্রায় ৩০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটকেন্দ্রের ভোট গণনার কপি সংগ্রহ করতে সমর্থ হন৷ পরে সেগুলো অনলাইনে প্রকাশ করা হয়৷

এতে দেখা গেছে, উরুটিয়া দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছেন৷ তবে মাদুরোর দলের দাবি, কপিগুলো ভুয়া৷ জাতিসংঘের মানবাধিকার পরিষদ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ আদালতের সিদ্ধান্ত প্রভাবিত করতে সরকারের পক্ষ থেকে বিচারকদের কাছে বার্তা পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্যানেলের প্রধান মার্টা ভ্যালিনাস৷

 

হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা বিভাগের পরিচালক হুয়ানিতা গ্যোবের্তুসও সুপ্রিম কোর্টের ঘোষণার নিন্দা করেছেন৷ চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সন্দেহ নেই আমরা এমন এক স্বৈরাচারের মুখোমুখি হয়েছি যিনি নির্বাচনে প্রতারণা করেন, যারা ভিন্নভাবে চিন্তা করে তাদের দমন করেন৷

 

উরুগুয়ে ও গুয়াতেমালার প্রেসিডেন্টও বৃহস্পতিবার ভেনিজুয়েলার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করেন৷ নির্বাচনে মাদুরোর জয়ের সমালোচনা করায় ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকার আটটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে৷

 

এদিকে, নির্বাচনের পর সংঘাতে ভেনিজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল৷ ১৯০ জনের বেশি মানুষ আহত হয়েছে৷ প্রায় দুই হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category