
পাকিস্তান নীতিতে যে হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, নিরবিচ্ছিন্ন যোগাযোগের যুগ শেষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে দিল্লিতে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। সীমান্ত অঞ্চলে ইতিবাচক বা নেতিবাচক যেকোনো বিষয়ে দিল্লি প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি।
জয়শঙ্কর বলেন, ‘ভারতে যারা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক হবে সেটা ভেবে দেখার বিষয়।
তিনি বলেছেন, আলোচনার যুগ শেষ হয়েছে। আলোচনা এবং সন্ত্রাসবাদ কখনই এক সঙ্গে চলতে পারে না।
পাকিস্তানের সঙ্গে বর্তমানের মতোই সম্পর্ক অটুট থাকবে কি না এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, হয়তো থাকবে, হয়তো থাকবে না। আসলে কী হয় বলা যায় না। ইতিবাচক বা নেতিবাচক আমরা জবাব দেবোই।
তিনি বলেন, ‘পাকিস্তান বরাবর চেয়েছে আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনই আলোচনায় বসবে না।